1. news@www.bangalinews24.online : bangalinews24.online : bangalinews24.online
  2. info@www.bangalinews24.online : bangalinews24.online :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

বাণিজ্য মেলায় সংঘর্ষ,পুলিশের লাঠিচার্জ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বাণিজ্য মেলায় দুই দোকানের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ১৬ জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করে।

ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুই জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলায় ১১ টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন কর্মচারীরা ক্রেতাকে নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।

জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট