বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার কমিটি না দেয়ায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়।
সংগঠনের আহবায়ক ঘোষণা করা হয়েছে আবু বাকের মজুমদারকে। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।
মুখ্য সংগঠক হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। মুখপাত্র নির্বাচিত হয়েছেন আশরেফা খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহবায়ক হয়েছেন আবদুল কাদের ও সদস্য সচিব মহির আলম।
পদবঞ্চিতদের অভিযোগ তাদের সাথে বৈষম্য করা হয়েছে। তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উত্তরায় বৈষম্য মানি না মানব না’ স্লোগান দিয়ে পাল্টা অবস্থান নেয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দুই জন।