ঢাকাসহ সারাদেশেই হঠাৎ করেই চুরি, ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ায় নাকাল অবস্থা দেশের সাধারণ মানুষের। এসব অপরাধ হচ্ছেও নানা অভিনব পদ্ধতিতে। ঢাকার বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি অভিজাতপাড়ায়ও এমন ঘটনা ঘটছে। এতে নগরবাসীর দিন কাটছে আতঙ্কে।
অপরাধের হটস্পট হিসেবে রাজধানীর মোহাম্মদপুর রয়েছে তালিকার শীর্ষে। আর এই তালিকায় নতুন নাম লিখিয়েছে উত্তরা ও মিরপুর। দিন-রাত ২৪ ঘণ্টাই যেন আতঙ্কে কাটে