1. news@www.bangalinews24.online : bangalinews24.online : bangalinews24.online
  2. info@www.bangalinews24.online : bangalinews24.online :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

‘বিরতিহীন’ গণপিটুনি কীসের ইঙ্গিত ?

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

আমাদের দেশে চলা কিছু বাসের গায়ে লেখা থাকে ‘বিরতিহীন’। মূলত কোনো স্টপেজ না দিয়েই যে সেসব বাস চলে এবং যাত্রীরা তাতে সওয়ার হয়ে যে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন, এমনটা বোঝাতেই এই বিশেষ শব্দের ব্যবহার প্রচলিত। ঠিক তেমন অবস্থাই এখন দেখা যাচ্ছে গণপিটুনির ক্ষেত্রে। এ দেশে হুট করেই যেন বেড়ে গেছে গণপিটুনি এবং প্রতি মাসেই বেশ আশঙ্কাজনক হারে ঘটছে এটি। কিন্তু এমন ‘বিরতিহীন’ ও ধারাবাহিক গণপিটুনি আসলে কীসের ইঙ্গিত দেয়?

এর আগে গণপিটুনির ঘটনা দেশে কী হারে ঘটছে, সেদিকে একটু নজর দেওয়া যাক। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ বছরের ৩১ জানুয়ারী একটি পরিসংখ্যান দিয়েছে। তাতে বলা হয়েছে, ২০২৪ সালের গণপিটুনির ধারাবাহিকতা ২০২৫ সালের প্রথম মাসেও দেখা গেছে। জানুয়ারি মাসে অন্তত ২১টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে ১২ জন নিহত ও ১৮ জন গুরুতরভাবে আহত হয়েছে। গণপিটুনির শিকার ২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। এমএসএফ মনে করে, চলতি সময়ে গণপিটুনির সংখ্যা আশংকাজনক বেড়ে যাওয়ায় জনমনে নিরাপত্তা বোধের বিষয়টি প্রশ্নাতীতভাবে ভাবিয়ে তুলেছে। আইন অবজ্ঞা করে গণপিটুনি দিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারী অপরাধ যা বিচারবর্হিভূত হত্যাকান্ড হিসেবেই গণ্য করা হয়ে থাকে। গণপিটুনির সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

২০২৪ সালের কথা এখানে এসেছে। কী অবস্থা ছিল গত বছর? এক্ষেত্রে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই নিহত হয়েছেন ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন নিহত হয়েছেন। আর ২০২৩ সালে গণপিটুনিতে নিহত হয়েছিলেন ৫১ জন। অন্যদিকে এমএসএফ–এর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গণপিটুনিতে ১৪৬ জন নিহত হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট