অনলাইন জগতে সবাই এখন বিবর, সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে শুরু করে ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার সবার প্রতিভা দেখানোর প্লাটফর্ম এখন ফেসবুক পেইজ, পাশাপাশি নিউজ প্রতিটা চ্যানেল, প্রত্রিকার আছে নিজস্ব পেইজ সোশ্যাল সাইট।সোশ্যাল মিডিয়া যেমন আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিচ্ছে পাশাপাশি তার বিপরীত আমাদের নিরাপত্তাও হুমকি মুখে।অনলাইনে ওত পেতে থাকা হ্যাকারগুলো পেজ সোশ্যাল মিডিয়া হ্যাক করে ব্ল্যাকমেল প্রতারণা সহ অসামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে।তারই এক ভুক্তভোগী দৈনিক আজকালের কন্ঠের পত্রিকার সাংবাদিক সাকিবুল ইসলাম পত্রিকার চাকরির পাশাপাশি নিজেই চালান Banglai news 24 নামে একটি ফেসবুক পেইজ,অসাবধানত কারনে ফেসবুক পেইজে মনিটাইজ রেস্ট্রিকটেড সমস্যা দেখা দিলে সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় হয় সবুজ উদ্দিন নামে একজনের সাথে তিনি পেজ ঠিক করে দেয়ার কথা বলে অনলাইনে কল দিতে বলেন এবং স্কিন শেয়ার করতে বলেন
স্কিন শেয়ার করার সময় সাকিবুল ইসলাম এর জিমেইল দেখে নেন এ জিমেইলে ওটিপি কোড পাঠান এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওটিপি টি জেনে নেন পরবর্তীতে সাকিবুল ইসলাম কে লাইনে রেখেই আর পেজটি হ্যাক করে ফেলেন, তারপর তার থেকে টাকা দাবি করেন,টাকা না দিলে এ পেজ দিয়ে অসামাজিক কার্যকলাপ করে আর দায়ভার সাকিবুল ইসলাম এর ঘাড়ে আসবে এমন হুমকি দেন উপায়ুক্ত না পেয়ে সাকিবুল ইসলাম ঢাকা ডিএমপি সাইবার ক্রাইমে অভিযোগ করেন, এ বিষয়ে দায়িত্ব রত এস আই মানসারুল বলেন আমরা অপরাধীকে ধরার সর্বাত্মক চেষ্টা করছি।
ফেসবুকে এ বাটপার কে নিয়ে পোস্ট দেয়ার পর বেরিয়ে আসে অনেকের সাথে প্রতারণার আসল রূপ ভুক্তভোগী অনেকে সেখানে কমেন্ট করেন যে এই হ্যাকার অনেকের সাথে এমন প্রতারণা করেছেন এবং অনেকেই প্রতারণার শিকার।